মূল পাতা আন্তর্জাতিক ভারতে মসজিদে শূকরের গোশত ছিটালো ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদীরা
আন্তর্জাতিক ডেস্ক 11 July, 2025 02:43 PM
ভারতের ইসলাম বিদ্বেষের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় এবার দেশটিতে ইসলামের প্রতি বিদ্বেষ বশত রাতের আঁধারে মসজিদে কাঁচা শূকরের মাংস ছিটিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
খবরে বলা হয়, উগ্র বিজেপি শাসিত আসামের রাজধানী গুয়াহাটিতে রাতের আঁধারে মসজিদে কাঁচা শুকরের মাংস ছিটিয়েছে হিন্দুত্ববাদীরা। ইসলাম ও মুসলিমদের প্রতি ক্রমবর্ধমান বিদ্বেষের অংশ হিসেবে এক উগ্র হিন্দুত্ববাদী এই উস্কানিমূলক ও ন্যাক্কারজনক কাজ করে।
ঘটনাটি ঘটেছে পাঞ্জাবাড়ি এলাকায়, যেখানে ফজরের নামাজের সময় মসজিদের ইমাম একটি পলিথিন মোড়ানো কাঁচা শুকরের মাংসের প্যাকেট খুঁজে পান। মসজিদটি পুরান বসতির ফখরুদ্দিন আলি আহমেদ রোডের নিকটে অবস্থিত।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট ও নীল শার্ট পরিহিত এক ব্যক্তি একটি টু-হুইলার চালিয়ে এসে মসজিদের ভেতরে একটি প্যাকেট ছুড়ে মারে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। প্যাকেটের ভেতরে একটি কাগজও পাওয়া যায়, যেখানে একটি মোবাইল নাম্বার লেখা ছিলো।
এই ঘটনা স্থানীয় মুসলিমদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়। তারা একে হিন্দুত্ববাদীদের ইসলাম বিদ্বেষী অপমানজনক কাজ হিসেবে উল্লেখ করেন। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে ও হানাহানি সৃষ্টি করতে উদ্দেশ্যমূলকভাবে তারা একাজ করেছে বলে উল্লেখ করেন।
ঘটনাটিকে তারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে হিন্দুত্ববাদীদের পৃষ্ঠপোষকতায় বাড়তে থাকা ইসলামভীতি ও মুসলিম-বিরোধী হামলার ধারাবাহিকতার অংশ বলেও অভিহিত করেন স্থানীয় মুসল্লিরা।